নিজেকে খোঁজা
এইতো কয়েক বছর আগে ইটালির মনজা নগরীর নগর
পরিষদ ঘোষণা করলেন, গোলাকার পাত্রে গোল্ড ফিস রাখা যাবেনা । তাদের এই সিদ্ধান্তের
যুক্তি ছিল, গোলাকার পাত্রে গোল্ড ফিস রাখা একটা নিষ্ঠুরতা । কারণ এতে গোল্ড ফিস
বাইরে তাকালে বাইরের জগতের একটা বিকৃত রূপ দেখতে পায় । গোলাকার পাত্রটি একটি বিশাল
ফোকাসের অবতল লেন্সের মত তার বাইরের জগতটি বিকৃত করে তার কাছে প্রদর্শন করে । আমরা
বাইরের জগতে যা কিছু দেখছি, গোল্ড ফিস তা দেখার সুযোগ পাচ্ছেনা, তাই এটিকে আমরা
নিষ্ঠুরতা মনে করি । কিন্তু আমরা যে
জগতকে দেখছি, তার সত্যতা কতটুকু ? কোথাও এমনটা নয়তো, যে আমরাও একটা বিশাল গোল্ড
ফিসের পাত্র বা ভিন্ন কোন আকৃতির পাত্রে আছি ? আর আমাদের দৃষ্টিও সেই পাত্রের
লেন্স সরূপ আচরণের জন্য বিকৃত হচ্ছে ? আমরা যা দেখছি, বাস্তব চিত্র তার থেকে আলাদা
? গোল্ড ফিস যেমন যা দেখে, বাস্তব জগত তার থেকে আলাদা ঠিক তেমনটাই ?
যদি এমনটা সত্য হয় তবে কিভাবে আমরা
নিশ্চিত হবো, গোল্ড ফিসের পাত্রে অবস্থান করে আমরা যে সিদ্ধান্ত নেব তাই ঠিক বা
তাই পরম হবে । অথবা আমরা যদি কোন পরম তত্ত্ব বা যুক্তি পেয়েও যাই, তা তো এই গোল্ড
ফিসের পাত্রের বাইরের জন্য নাও প্রযোজ্য হতে পারে । সেই দৃষ্টিকোণ থেকে আমাদের অস্তিত্বের
পরম সত্য খোঁজার আগে নিজেদের অস্তিত্বের বিস্তার সুবিশাল করে সত্য খোঁজা আবশ্যক । যদি
তা করতে পারি, তবেই হয়তো আমরা আমাদের অস্তিত্বকে জানতে পারব । অথবা নতুন কোন
প্রশ্ন এসে আমাদের এই অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করবে । তবুও জীবনকে জানতেই আমাদের এই
নিরলস ছুটে চলা।
এই সত্যকে খুজতে আমাদের মাঝে জন্ম নেবে,
আরও হাজারো আইনস্টাইন, ম্যাক্স প্ল্যাঙ্ক, স্টিফেন ডব্লিউ হকিংস । সেই সত্য
প্রতিষ্ঠার জন্য জন্ম নেবে শত শত বেপরোয়া জিওর্দানো ব্রুনো । কারণ বিজ্ঞানেই আছে
আমাদের বিশ্বাস আর মুক্তির রহস্য । তাইতো আমরা ঘুমাইনা, জেগে থাকি-জানার নেশায়,
আবিষ্কারের আশায় ।
লেখক
জিওন আহমেদ
ইইই চুয়েট

No comments