প্রতিবন্ধকতা
সময়ের
সাথে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বিশ্ব । বিজ্ঞান ও প্রযুক্তি সে গতির ধারক
এবং বাহক হিসেবে স্বীকৃত । সময়ের সাথে পাল্লা দিয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলা
এখন প্রতিটি দেশের সব থেকে বড় চ্যালেঞ্জ । কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি, সেই
প্রতিযোগিতায় আমাদের অবস্থান কিংবা অগ্রগতি কোথায় । স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে
যাচ্ছে । এর মাঝে আমরা অনেক সফলতা দেখিয়েছি । বীরত্ব দেখিয়েছি অনেক । কিন্তু
আমাদের প্রযুক্তি খ্যাতের অবস্থান কোথায় ? চীন, জাপান, রাশিয়া কিংবা ভারতের
মানদণ্ডে আমরা কয়েক গুণ পিছিয়ে । এ নিশ্চয়ই আমাদের ভাগ্য নয় । এ আমাদের নিজেদের
ব্যার্থতা । ভাগ্যের উপর ছেড়ে তখন দিতে পারতাম, যখন দেখতাম আমাদের দেশে মেধা নেই
কিংবা মেধা তৈরি হচ্ছেনা । কিন্তু এমনটা তো নয় । আমাদের মেধাবীরা ঠিকই সফলতা
দেখিয়ে জায়গা করে নিচ্ছে সুউচ্চ অবস্থানে । আর কিছু অগোচরেই পড়ে বিনষ্ট হয়ে যাচ্ছে
। আপনি হয়তো ভাবছেন, দেশেরে সিস্টেমের সমস্যা । না, এ আমাদের একান্তই ব্যাক্তিগত
ব্যার্থতা । বিল গেটস, মার্ক জাকারবার্গ, স্টিভ জবস যখন সফলতার সুউচ্চ অবস্থানের
দিকে দৃষ্টিপাত করেছিলেন, তাদের কি প্রতিবন্ধকতা ছিলনা ? ছিল । বরং আমাদের তুলনায়
অনেক বেশিই ছিল । তারা যদি সেই প্রতিবন্ধকতাকে উপড়ে ফেলে সফলতায় রাজত্ব করতে পারে,
তবে আমরা কেন পারবনা । আমাদের ঘাটতি কোথায় ? প্রকৃত সত্য এটাই, তাদের মত ত্যাগ, শ্রম
এবং অধ্যয়নের মানসিকতা এবং প্রয়োগ আমাদের নেই । একদমই যে নেই, তা নয় । কিছু
থাকলেও, পরিবেশ এবং পরিস্থিতি তাদেরকে হয়তো উঠে দাঁড়াতে দিচ্ছেনা । তবুও আমরা
সেটাকে তাদের তাদের ব্যাক্তিগত ব্যার্থতা স্বীকার করব । প্রতিবন্ধকতাকে অতিক্রম
করাই জীবনের প্রকৃত অর্থ বহন করে । তবে এক্ষেত্রে আরও একটি প্রতিবন্ধকতাও রয়েছে,
আমরা যে বিজ্ঞান অধ্যয়ন করছি, তা আমাদের মাতৃভাষায় না হওয়ায় আমাদের বোধগম্যতা,
চিন্তা এবং ধারণক্ষমতার মধ্যে ঘাটতি থেকে যায় । এই প্রতিবন্ধকতাকে অবশ্যই আমাদের
অতিক্রম করতে হবে ।

No comments