অতীতে টাইম ট্রাভেল কি সম্ভব:দ্যা গ্র্যান্ড ফাদার প্যারাডক্স
মানব সভ্যতা সময়ের ধরনা যখন থেকে পায়,সম্ভবত তখন থেকেই তারা ভাবতে শুরু করে টাইম ট্রাভেল নিয়ে। বর্তমানে বিজ্ঞান প্রিয় সকলের কাছে একটি প্রিয় টপিক এটি। হলিউড টাইম ট্রাভেল নিয়ে অনেক সিনেমাও বানিয়েছে। যেগুলোর প্রতিটির নিজেস্ব টাইম ট্রাভেল ফিজিক্স বিদ্যমান। আইনস্টাইনের রিলেটিভিটির থিওরি থেকে আমরা জানতে পারি ভবিষ্যতে টাইম ট্রাভেল করা সম্ভব। একটি বস্তু গতিশীল হলে সে যে কাঠামোর সাপেক্ষে গতিশীল সে কাঠামোর চেয়ে তার জন্য সময় ধীরে চলে।
বিষয়টা আরও সুন্দর ভাবে ব্যাখ্যা করা যায় দুইজন যমজ বোন দিয়ে। স্যামন্থা আর ন্যান্সি দুই যমজ বোন। যখন দুইজনের বয়স ২০ তখন স্যামন্থা একটি রকেট চেপে গেলো ইন্টার গ্যালাকটিক মিশনে। তার রকেটের গতিবেগ আলোর গতির কাছাকাছি ছিল।
স্যামন্থা যখন তার ক্যালেন্ডার অনুযায়ী ১৫ বছর পর পৃথিবীতে এলো,তখন দেখে পৃথিবীর চেহারা একদম বদলে গেছে। সব কিছু আধুনিক হয়ে গেছে। তবে সব থেকে অবাক করার বিষয় ন্যান্সি একদম বুড়ি হয়ে গেছে! এটা কিভাবে সম্ভব!
আসলে দ্রুত ভ্রমণের জন্য স্যামন্থার টাইম ডাইলেসন হয়েছে। ফলে তাত্বিক ভাবে সে ভবিষ্যতে সফর করে ফেলেছে। এখন প্রশ্ন হলো স্যামন্থা কি চাইলে অতীতে ভ্রমণ করতে পারে?
যদি আমরা ধরে নেই স্যামন্থা অতীতে ভ্রমণ করতে পারবে,তাহলে জন্ম নেয় বেশ কিছু প্যারাডক্সের। যার মধ্য একটি অন্যতম হলো Grand Father Paradox.
প্যারাডক্স হলো কোনো ঘটনা বা স্টেটমেন্ট যার চূড়ান্ত ব্যাখ্যা দেওয়া সম্ভব হয় না।
Grandfather Paradox সর্বপ্রথম নথিভুক্ত হয় ১৯২৯ সালে। তারপরে অনেক বিজ্ঞানী অনেক ভাবে এর উত্তর দেওয়ার বা খোঁজার চেষ্টা করেছেন। প্যারাডক্সটি হলো এমন:
আমরা ধরে নেই স্যামন্থা তার দাদা যখন জন্মগ্রহণ করে ঠিক সেই সময়ে অতীত ভ্রমণ করেছে। তারপর স্যামন্থা তার দাদাকে হত্যা করে ফেললো।
এতে করেই প্যারাডক্সের জন্ম হয়। কারণ যদি স্যামন্থার দাদা ওই ছোট বয়সেই মারা যায়,তাহলে তার বাবা জন্ম নেয় নি,আর তার বাবা জন্ম না নিলে তার জন্ম হওয়াও সম্ভব না। আর সে যদি জন্মই না নেয় তাহলে অতীতে যে তার দাদাকে হত্যা করলো সে আসলে কে?
এই প্যারাডক্স উপর ভিত্তি করে অনেক বিজ্ঞানী মনে করেন অতীতে টাইম ট্রাভেল করা সম্ভব না। বিজ্ঞানী স্টিফেন হকিংস অতীতে টাইম ট্রাভেলকে অসম্ভব বলেছেন। এ নিয়ে তার একটি মজার এক্সপেরিমেন্টও আছে। তবে তা নিয়ে আজ না বলি। কারণ এই প্যারাডক্স একবার মাথায় ঢুকলে ঘুম হারাম করে রেখে দেয়।
ছবি : ইন্টারনেট
লেখা : আজিজুল হাকিম বাপ্পি
Dept. ECE, HSTU
2018 Batch
Dept. ECE, HSTU
2018 Batch
No comments